৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে মনে করে শিগগিরই তারিখ ঘোষণার দাবি বিভিন্ন সংগঠন ও সচেতন ছাত্রসমাজের। প্রশাসনও বলছে আগামী জুনের আগেই নির্বাচন দিতে কাজ শুরু করেছে তারা। গঠন করা হয়েছে নীতিমালা কমিটি, চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নানা প্রস্তুতি ও আলোচনা।