দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: ড. ইউনূস
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতেও সরকার তৎপর বলে জানান তিনি। এ সময় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।