বাণিজ্যিকভাবে চুইঝাল চাষে ঝুঁকছেন নড়াইলের কৃষকরা
ভৌগোলিক কারণে নড়াইল জেলার মাটি চুইঝাল চাষের জন্য বেশ উপযোগী। ধান, পাট, গমসহ অন্যান্য ফসলের চেয়ে চুইঝাল চাষে খরচ ও পরিশ্রম একেবারেই কম, রোগবালাই নেই বললেই চলে। বাড়ির আঙিনা কিংবা বাগানের যেকোনো গাছের সাথি ফসল হিসেবে সহজেই চাষ করা সম্ভব। এ কারণে দিন দিন মসলা জাতীয় এই ফসল চাষে ঝুঁকছেন কৃষকেরা।