আবাসন ব্যবসায় চীনা অর্থনীতি চাঙা হওয়ার সম্ভাবনা বাড়ছে
নতুন বাড়ি ক্রয়ে চীন সরকারের কর ছাড় এবং সুদহার কমানোয় মন্দার ধাক্কা কাটিয়ে চাঙা হতে শুরু করেছে দেশটির আবাসন ব্যবসা। ফ্ল্যাট ক্রয়ে খরচ কমে আসায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে ভিড় বাড়ছে গ্রাহকদের। সেপ্টেম্বরের তুলনায় নভেম্বরে প্রায় প্রতিটি শহরেই বেড়েছে নতুন-পুরাতন ফ্ল্যাট বিক্রির সংখ্যা। এতে করে মন্থর গতির চীনা অর্থনীতি চাঙা হওয়ার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।