তাইপে সীমা লঙ্ঘন করলে বেইজিং বসে থাকবে না!
তাইওয়ান প্রণালীতে চীনা আধিপত্য ও সামরিক মহড়া বাড়তে থাকায় চলতি ডিসেম্বরে একাধিকবার বেইজিংয়ের দিকে আঙুল তুলছে তাইপে। যদিও তাইওয়ানের অভিযোগ আমলে না নিয়ে চীন বলছে, তাইপে তার সীমা লঙ্ঘন করলে বেইজিংও চুপ করে বসে থাকবে না। সামরিক মহড়া বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেইজিংই। চলমান এই উত্তেজনার মধ্যে তাইপের নতুন মাথাব্যথার কারণ তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ধোঁয়াশাপূর্ণ অবস্থান।