জনবল সংকটে ধুঁকছে হবিগঞ্জের অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্র
স্বাস্থ্যসেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারি উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এসব কেন্দ্রে স্বাস্থ্যসেবায় মা ও শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে জনবল সংকট থাকায় প্রয়োজনীয় চিকিৎসা বঞ্চিত হচ্ছে অনেকেই। এমন চিত্রের দেখা মেলে হবিগঞ্জের অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্রেই। যেখানে মাত্র ১ থেকে ২ জন জনবল দিয়েই চলছে স্বাস্থ্যসেবা। ফলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।