ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মোংলা পৌর শহরের মৎস্য আড়ৎ
ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মোংলা পৌর শহরের একমাত্র মৎস্য আড়ৎ। দূরদূরান্ত থেকে হরেক রকমের দেশি ও সামুদ্রিক মাছ নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। দৈনিক গড়ে এ পাইকারি মাছের আড়তে ৩০ থেকে ৪০ লাখ টাকার মাছ বিক্রি হলেও চিংড়ির মৌসুমে তা কোটি টাকা ছাড়িয়ে যায়। এখান থেকে মাছ রপ্তানি হলেও বাজার স্থানান্তরসহ মাছ সংরক্ষণ ও পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের।