কুমিল্লায় ধান সংকটে রাইস মিলগুলো থেকে কমে গেছে চালের সরবরাহ। ফলে খুচরা বাজারে চালের সংকটে বাড়ছে দাম। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়তি, ফলে বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানা।