রমজানের আগেই একটি হটলাইন চালু করা হবে। জাতীয় সংসদে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন কেউ কোন পণ্যের বাড়তি দাম নিলে থ্রি-থ্রি-থ্রি নম্বরে ফোন অভিযোগ জানানো যাবে।