পানিতে নষ্ট আমনের বীজতলা, চারা সংকটে ভোলার কৃষক
অতিরিক্ত বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি এক হয়ে ভোলায় আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে করে মৌসুমের শুরুতেই চারা সংকটে কৃষকরা দিশেহারা। আবার চারা পেলেও দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারছেন না। আগস্টের মধ্যে চারা রোপণ করে শেষ করার কথা থাকলেও সেপ্টেম্বর শেষ হতে চললেও, এখনো অর্ধেক চারা লাগানো শেষ করতে পারেনি কৃষক।