তারেক রহমানের চার মামলা বাতিলের রায় আপিল বিভাগে বহাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা আরো চারটি মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিগত ১৯ বছরে তারেক রহমানের বিরুদ্ধে ৮২টি মামলা হয়েছে। এখনো ১৮টি মামলা নিষ্পত্তি হয়নি। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ৬৪টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তারেক রহমান। তবে তার দেশে ফেরার সঙ্গে মামলার সম্পর্ক নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।