চাঁদপুরে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আকাল থাকলেও সরকারি হিসাবে দেখানো হচ্ছে, উৎপাদনের রেকর্ড চিত্র। ভুল ঠিকানায় দেখানো হচ্ছে আহরণের পরিসংখ্যান। জেলায় গোমতী নদীর অস্তিত্ব না থাকলেও দেখানো হচ্ছে সেখান থেকে ইলিশ আহরণের পরিমাণ। পাশাপাশি উৎপাদনের যে হিসাব দেখিয়েছে মৎস্য বিভাগ- তা নিয়েও বিস্মিত ইলিশ গবেষকরা।