প্রথম ধাপে ফিরেছেন ৫৪ জন
যুদ্ধ কবলিত লেবানন থেকে প্রথম ধাপে ৫৪ জন প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও চরম উদ্বেগে দিন পার করছেন দেশে ফিরতে ইচ্ছুক অন্তত ১ হাজার ৮০০ প্রবাসী। ২২ ও ২৩ অক্টোবর দুই ধাপে অন্তত ১৫০ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর পরিকল্পনা আছে বলে নিশ্চিত করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। এছাড়া, দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অনিয়মিতভাবে যারা লেবাননে অবস্থান করছেন তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।