আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে জেটি নির্মাণে নিরাপত্তা ঝুঁকি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে ঘাট ইজারা নিয়ে জেটি নির্মাণে ফলে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। বিদ্যুৎ কেন্দ্রের পাশের সড়ক দিয়ে ভারী পণ্য বোঝাই ট্রাক চলাচলের ফলে সড়কের নিচে থাকা কুলিং পাইপ ফেটে ৬২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি ইউনিট বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তবে ইজারাদারের দাবি, বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ মানুষের চলাচলের সড়কটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে।