নজিরবিহীন বায়ুদূষণের কবলে পাকিস্তান
নজিরবিহীন বায়ুদূষণের কবলে পাকিস্তান। প্রতি ঘনমিটার বাতাসে ধাতব কণার পরিমাণ নিরাপদ সীমার ১৯০ গুণ। দূষণের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লাহোরসহ কয়েকটি শহরের হাজারো মানুষ। বন্ধ পুরো রাজ্যের সব স্কুল। ঘন ধোঁয়াশার কারণে মুলতান, গুজরানওয়ালা আর ফয়সালাবাদে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের আউটডোর কার্যক্রম। দূষণ ঠেকাতে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।