গ্লোবাল-ফ্রিডম-অ্যান্ড-প্রসপারিটি-রিপোর্ট  

স্বাধীনতা-সমৃদ্ধির সূচকে পিছিয়েছে বাংলাদেশ: আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট

স্বাধীনতা-সমৃদ্ধির সূচকে পিছিয়েছে বাংলাদেশ: আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট

গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতা ও সমৃদ্ধির সূচকের পাশাপাশি নির্বাচন ও রাজনীতিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে অর্থনৈতিক উন্নয়নে সামান্য এগিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও কূটনীতিকরা বলছেন, স্বাধীনতার পর বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নয়ন করলেও অর্থনীতি, রাজনীতি ও সুশাসনের সূচকে পিছিয়ে বাংলাদেশের স্বাধীনতা। আর সেজন্য দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সুশাসন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমৃদ্ধির সহায়তায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ: পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, স্বাধীনতার পর উন্নয়নে বাংলাদেশ ভালো করেছে। তবে অর্থনীতি, রাজনীতি এবং আইনের শাসনের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। রূপকল্প-২০৪১ বাস্তবায়নসহ বাংলাদেশের স্বাধীনতা ও সমৃদ্ধি উভয় ক্ষেত্রেই সহায়তা করতে দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেও জানান পিটার হাস।