মিয়ানমার থেকে রকেট গ্রেনেড পড়ছে বাংলাদেশে
বান্দরবানের তুমব্রু সীমান্তের সড়কে আবারও পড়েছে মিয়ানমার থেকে ছোড়া ২টি রকেট গ্রেনেড। মধ্যরাত থেকে ব্যাপক গোলাগুলিতে কেঁপে উঠেছে কক্সবাজারের হোয়াইকং এলাকা। গুলি এসে পড়েছে বসতবাড়ি আর মার্কেটে। উপার্জন বন্ধ থাকায় বেকায়দায় স্থানীয় বাসিন্দারা।