আরও দু’টি বেড়ে দেশে সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ২২০টি
লিড গ্রিন ফ্যাক্টরির তালিকায় যুক্ত হলো আরও ২টি পোশাক কারখানা। এ নিয়ে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত মোট সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ২২০টি। এর মধ্যে প্লাটিনাম ৮৪টি, গোল্ড ১২২টি, সিলভার ১০টি এবং নিবন্ধিত ৪টি।