রাজধানীর ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট
চলতি মাসের শুরু থেকেই গ্যাসের সংকট। যেটি গেল ১ সপ্তাহে আরও ঘনিভূত। গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে অনেক ফিলিং স্টেশন। বিপাকে সিএনজিচালিত পরিবহনের চালক-মালিক। পেট্রোবাংলা এই সংকটকে সাময়িক বললেও বিশেষজ্ঞরা বলছেন, এটি আরও বাড়বে। ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকমাস থাকবে গ্যাসের এমন সংকট।