আমদানির দিকে ঝুঁকতে নিজস্ব গ্যাস উত্তোলন করেনি আওয়ামী লীগ সরকার। দেশীয় কোম্পানি বাপেক্সকে বসিয়ে রেখে কূপ খননের কাজ দেয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। এবার দুই বছরে দেড়শ গ্যাস উত্তোলন কূপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। পরিকল্পনা নেয়া হয়েছে খনন যন্ত্রাংশ কেনার। তবে, আধুনিক যন্ত্রাংশ কেনার বিকল্প নেই বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের।