খেলার মাঠ থেকে ঘর, তারপর কখন যেন মোবাইলের কয়েক ইঞ্চির স্ক্রিন কেড়ে নিয়েছে শৈশব। বিনোদনের আড়ালে শিশুদের আসক্তি তৈরি করছে মোবাইল গেম। নিজেদের অজান্তেই যেখানে কোমল শিশুদের হৃদয়-মস্তিষ্কে গেঁথে যাচ্ছে সহিংসতা। বদলে যাচ্ছে আচরণ, কমে আসছে লেখাপড়ার সময়।