শেরপুরের পাহাড়ে বাড়ছে আগুনের ঘটনা
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমিতে দিনে-রাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে দূর্বৃত্তরা। আগুনে বনের গুল্ম লতাপাতার সাথে পুড়ে ছাই হয়ে হচ্ছে চারাগাছও। হুমকিতে রয়েছে পাহাড়ে বসবাসরত আদিবাসীদের জন-জীবন। এদিকে লোকবল সংকটে বনের আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বন বিভাগ।