আন্দোলন আর ধর্মঘটে স্থবির ইসরাইলের অর্থনীতি
গাজায় বন্দি নাগরিকদের জীবিত ফিরিয়ে আনতে না পারা আর অস্ত্রবিরতি কার্যকরে ব্যর্থতার জেরে নজিরবিহীন তোপের মুখে ইসরাইলের প্রধানমন্ত্রী। দেশজুড়ে বয়ে যাওয়া গণবিক্ষোভের জোয়ার দমনে আইনের আশ্রয়ও নিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু। ধর্মঘটে ইতি টানতে শ্রম আদালত নির্দেশ দিলেও এতে ক্ষোভের আগুন নেভে নাকি আরও জ্বলে ওঠে, সেটাই দেখার অপেক্ষা। সোমবার (২ সেপ্টেম্বর) আন্দোলন আর ধর্মঘটে কার্যত স্থবির ছিল ইসরাইলের অর্থনীতি।