কী গ্রীষ্ম, কী শীত! জীবনের বাঁকে বাঁকে বঞ্চনার শিকার হয়ে পথেঘাটে যাদের বসবাস, দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী। সংকটে থাকা এই জীবনগুলোকে স্বস্তি দিতে তাই পুনর্বাসনের দাবি উঠেছে।