ফিটকিরি: প্রাকৃতিক জীবাণুনাশক ও বহুমুখী ব্যবহারের প্রাচীন খনিজ
ফিটকিরি (Alum) একটি প্রাচীন খনিজ পদার্থ, যা পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের একটি স্ফটিক। এ খনিজ পানি পরিষ্কার; দাঁত, মুখ, ত্বকের যত্ন (ব্রণ, দাগ কমানো) এবং শেভিংয়ের পর রক্তপাত বন্ধ করাসহ নানা কাজে ব্যবহার হয়ে থাকে। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যাস্ট্রিনজেন্ট গুণসম্পন্ন হওয়ায় জীবাণু নাশক হিসেবে ও রক্তক্ষরণ বন্ধে বেশ সহায়ক। তবে এর অতিরিক্ত ব্যবহারে সতর্কতার প্রয়োজন রয়েছে।