হামলা ঠেকাতে ইসরাইলের খরচ শত কোটি ডলার
ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের বহরের হামলা থামাতে ইসরাইলের খরচ হয়েছে ১৩৩ কোটি ডলার। তেল আবিবের দাবি, ড্রোন আর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে হামলা রুখতে পারলেও খরচ হয়ে গেছে ইরানের হামলা করার চেয়েও অনেক বেশি। পাঁচ বছরে ইরান আরও ৫০ বার এই ধরনের হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।