ক্ষতিগ্রস্তদের-পুনর্বাসন
কুমিল্লায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
কুমিল্লায় বন্যায় ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেকের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
কুমিল্লায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং
স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লায় ৮২ হাজার ৭০৬ পরিবারের বসতঘরের ক্ষতি হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৮ হাজার ৬২৫টি ঘরবাড়ি। এবারের বন্যায় জেলার ১৪ উপজেলা বন্যা কবলিত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বুড়িচং উপজেলায়।