খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে নিউ ইয়র্কে যুক্ত হয়েছে ‘নিউ ইয়ার ইভ বল’
খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে ববর্ষ উদযাপনে এবার যুক্ত হয়েছে নতুন সংস্করণের অত্যাধুনিক কনস্টেলেশন বা নিউ ইয়ার ইভ বল। এরইমধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নিউ ইয়র্কের ইতিহাসের সবচেয়ে বড় এ বলটি। এ বল তৈরিতে সময় লেগেছে দীর্ঘ ৯ বছর। এতে সংযুক্ত আছে ৫ হাজারের বেশি ক্রিস্টাল লাইট। আয়োজকদের প্রত্যাশা আতশবাজির বিকল্প হিসেবে বলটি দর্শনার্থীদের বাড়তি নজর কাড়বে।