ক্রিসমাস ডে উদযাপনে প্রস্তুত মেহেরপুরের খ্রিষ্টপল্লী; বর্ণিল সাজে উৎসবের আমেজ
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ক্রিসমাস ডে’। প্রতিবছরের মতো এবারও ২৫শে ডিসেম্বর দিনটি উদযাপনে প্রস্তুত খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। এরইমধ্যে দেশের অন্যতম বড় খ্রিষ্টপল্লী মেহেরপুরের বল্লভপুর, ভবেরপাড়া ও রতনপুর সেজেছে বর্ণিল রঙ ও সাজে। সর্বত্র আলোকসজ্জা দিচ্ছে উৎসবের বার্তা।