ক্রিকেট ক্লাব দখল করে আবাসিক বাড়ি, তেড়ে এলেন টিভি ক্যামেরা দেখে
এক সময়ের সুপরিচিত মিরপুরের 'ইয়াং ক্রিকেটার্স ক্লাবের' পরিত্যক্ত জমি নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এখন টিভির রিপোর্টার ও ক্যামেরাপার্সন। হেনস্তাকারী ও জমি দখলে রাখা শোয়েব রানা নামের স্থানীয় ওই ব্যক্তি, নিজেকে সন্ত্রাসী হিসেবেও পরিচয় দেন।