গবেষণায় চাঞ্চল্যকর তথ্য: ৩২ বছর পর্যন্ত চলতে পারে কৈশোর, বার্ধক্য শুরু ৬৬ থেকে
শৈশব, কৈশোর, তারুণ্য আর বার্ধক্য। মানবজীবনের এই পর্যায়গুলো নিয়ে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিশ পেরোলেই কৈশোরের চঞ্চলতা শেষ বলে ধরা হলেও স্নায়ুবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা এই বিশ্বাসকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ১৯ কিংবা ২০ বছরে থেমে যাবে না কৈশোর। বরং এটি ৩২ বছর বয়স পর্যন্ত দীর্ঘ হতে পারে। আর বার্ধক্যের শুরু হতে পারে ৬৬ বছর বয়স থেকেও।