গণিতে বিশ্বসেরা পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী
কেমব্রিজ (আইজিসিএসই) পরীক্ষায় বাংলাদেশের পাঁচ কৃতি শিক্ষার্থী গণিত বিষয়ে পূর্ণ নম্বর পেয়ে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। শতভাগ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অহনা সাহা, মোহাম্মদ মোহায়মিন উদ্দিন নাইব, ফাইয়াজ সিদ্দিকী, বুশরা রুবানা আফরোজ ও সম্বৃত অম্বর। কৃতী এ পাঁচ শিক্ষার্থীর সবাই উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত।