কোটা বিরোধী আন্দোলন: সোমবারও সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ঘোষণা
সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ (রোববার, ৭ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। তাদের দাবি, চাকরিতে মেধার মূল্যায়নের পাশাপাশি সর্বোচ্চ ১০ শতাংশ কোটা বহাল রাখা। আগামীকাল সোমবারও সারাদেশে ব্লকেড কর্মসূচি চালানোর ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।