দর্শনার্থী ভীড়ে মুখরিত তিনশ বছরের বলুহ মেলা
দূর-দূরান্তের হাজারো ভক্তের পদভারে মুখরিত হয়ে উঠেছে যশোরের চৌগাছায় তিনশ বছরের পুরোনো বলুহ মেলা। যুগ যুগ ধরে চলে আসা এই মেলা এলাকার মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে। বসেছে হরেক রকমের দোকান। যেখানে প্রতিদিন বিকিকিনি হচ্ছে অর্ধকোটি টাকার।