ইউনেস্কো ঐতিহ্যখ্যাত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ওডেসায় এই হামলায় অআহত হয়েছেন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন। এরমধ্যে রয়েছে গমের গুদাম, হাসপাতাল আর দু'টি আবাসিক ভবন।