কৃষি-সম্প্রসারণ-বিভাগ

বগুড়ায় বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রায় ৩ শতাধিক চারার তৈরির নার্সারি গড়ে উঠেছে। বেগুন, পেঁপে, কপি, মরিচ, টমেটোসহ দেশি বিদেশি নানা দুর্লভ গাছের চারা তৈরিতে নিয়োজিত রয়েছে প্রায় সহস্রাধিক মানুষ। চারা উৎপাদনে কিছু সমস্যা থাকলেও বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি হচ্ছে এখান থেকে। চারা উৎপাদনকারীদের প্রশিক্ষণসহ তদারকির করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

ভেজাল বালাইনাশক নিয়ন্ত্রনে নেই পরীক্ষাগার

ভেজাল বালাইনাশক নিয়ন্ত্রনে নেই পরীক্ষাগার

ভেজাল ও নিম্নমানের বালাইনাশকে প্রতিবছর মাটি, ফসল ও পরিবেশের কি ক্ষতি হচ্ছে তা টাকার অংকে হিসাব না থাকলেও বড় অংকের ক্ষতি যে হচ্ছে সেটি নিশ্চিত করেছেন কৃষি গবেষকরা। বগুড়ায় সার ও বালাইনাশক দ্রব্যের আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা দুই শতাধিক। এসব প্রতিষ্ঠানে নেই মান নিয়ন্ত্রন ল্যাব। এমনকি সরকারিভাবেও কোনো তদারকি হয় না। এতে করে প্রতারিত হচ্ছেন কৃষক। ঘটছে ফলন বিপর্যয়।