এনায়েতপুরের লেবুর হাট, দৈনিক বিক্রি কোটি টাকা
দেশে লেবুর চাহিদার বড় অংশই পূরণ করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুর বাজারের লেবুর হাট। অন্যতম বৃহৎ এই পাইকারি হাটে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার লেবু। এবার দাম ভালো পাওয়ায় খুশি প্রান্তিক চাষিরা। তবে হাট অব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানা অভিযোগ।