বন্যার কারণে কুমিল্লায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে বানের জলে অসংখ্য শিক্ষার্থীর বই-খাতাসহ ভেসে গেছে শিক্ষা উপকরণ। স্কুল খুললেও খোদ শিক্ষকরাই ভাঙা সড়কে স্কুলে আসতে হিমশিম খাচ্ছেন। তাছাড়া আশ্রয়কেন্দ্র এখনও চালু থাকায় এখনই শুরু করা যাচ্ছে না পাঠদান কার্যক্রম।