এক নজরে বিরাট কোহলির যত সেঞ্চুরি
ক্রিকেটের বাইশ গজে তিনি ‘কিং কোহলি’ (King Kohli) নামে পরিচিত। তার থামার নাম নেই! আন্তর্জাতিক (ODI) ক্রিকেটে নিজেরই গড়া বিশ্বরেকর্ডকে আরও উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় এই ব্যাটার। রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত সেঞ্চুরি (Virat Kohli Century List) হাঁকিয়ে তিনি ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা নিয়ে গেলেন ৫৩টি-তে।