চালের মজুতদারি চলে যাচ্ছে করপোরেট হাউজগুলোর কাছে!
বগুড়ায় চলছে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান। সংগ্রহ অভিযানের প্রথম দেড় মাসে কাঙ্ক্ষিত ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। ধান সংগ্রহে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বাধ্যবাধকতার কারণে চাল হয়তো মিলবে তবে এক্ষেত্রে চালকল মালিকদের লোকসান দিতে হবে কেজিতে চার থেকে পাঁচ টাকা। আর এমন লোকসান দিতে গিয়ে ছোট চালকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চালের মজুতদারি চলে যাচ্ছে করপোরেট হাউজগুলোর কাছে। এ পরিস্থিতির সরকারের হস্তক্ষেপ চান চালকল মালিকরা।