বদলে যাচ্ছে বগুড়ার করতোয়া নদী ও সুবিল খাল
অবশেষে ৪৭ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে বগুড়ার করতোয়া নদী ও সুবিল খালের খনন কাজ। সৌন্দর্য্য বাড়াতে নদী তীরে স্লোপ প্রটেকশনসহ নির্মাণ হবে ওয়াকওয়ে। যদিও দখলদারদের উচ্ছেদ না করে নদীর প্রবাহ কতটুকু ফিরবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে একরত্তিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের।