নামিদামি অনেক প্রতিষ্ঠান কফি তৈরি করে বিড়ালের বিষ্ঠা থেকে
মন খারাপের সময় কিংবা হিম হিম ঠান্ডায় এক কাপ গরম কফি প্রায়ই টনিকের মতো কাজ করে। চাঙ্গা করে তোলে ক্লান্ত মনকে। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা কফি খেতে ভালোবাসে না। তবে সেই কফি যদি তৈরি হয় খাটাশ বিড়ালের বিষ্ঠা থেকে, তা হলে ঘটতে পারে বিপত্তি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিশ্বের নানা প্রান্তে এমনিভাবে কফি প্রস্তুত করে থাকে বিশ্বের নামিদামি অনেক কফি প্রতিষ্ঠান।