কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি, বাড়ছে জলাবদ্ধতা ও পাহাড় ধসের শঙ্কা
কক্সবাজার সদর উপজেলা ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারের ৬ জন নিহত হয়েছে। ভারী বর্ষণে রাত থেকে বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এদিকে কক্সবাজারে অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। এতে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।