শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে দু’পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। জাজিরা থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। আজ (রোববার, ৬ এপ্রিল) এই মামলায় মূল আসামি কুদ্দুস বেপারীসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়।