টেস্টের প্রথম দিন শেষে উইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে নিউজিল্যান্ড
সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। তবে ১৭তম ওভারের কিংকে এলবিডব্লুর ফাদে ফেলে জুটি ভাঙেন নিউজিল্যান্ডের বোলার টিকনার।