বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার টেকসই উন্নয়নে পিছিয়ে রাজশাহী-খুলনা
আস্থা অর্জনে সচেষ্ট দুই সিটি কর্পোরেশন
লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে দেশের ৪১ ভাগ মানুষ বঞ্চিত হচ্ছে বিশুদ্ধ পানি থেকে। অথচ পানি সরবরাহে নীতি নিয়ে বিস্তর অভিযোগ নাগরিকদের। সাম্প্রতিক এক গবেষণা বলছে, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন নিয়ে কাজ করা সেবা সংস্থা ও সিটি কর্পোরেশনের উপর আস্থা কম রাজশাহী ও খুলনার সেবাগ্রহীতাদের। দুই সিটি কর্পোরেশন অবশ্য বলছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধান করে আস্থা অর্জনের সর্বোচ্চ চেষ্টা চলছে।