জার্মান ভিত্তিক কোম্পানি জিৎসেক অ্যান্ড ডেভ্রিয়েন্ট ১৯৯১ সালে প্রথম আবিষ্কার করে সিম কার্ড বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল (এসআইএম)। জার্মানির মিউনিখ শহরে প্রতিষ্ঠানটির সদর দফতর ছিল। প্রতিষ্ঠানটি সিম কার্ড তৈরি করলেও প্রতিষ্ঠানের কে বা কারা এই যুগান্তাকারী আবিষ্কারের সাথে জড়িত ছিল তা জানা যায়নি।