দু'দিনে ৩শ'টি ভূমিকম্প হয়েছে গ্রিসের সান্তোরিনিতে। টানা শক্তিশালী ভূমিকম্প আর অগ্ন্যুৎপাতের শঙ্কায় দ্বীপটি ছাড়ছেন হাজারে হাজারে পর্যটক ও স্থানীয় বাসিন্দা। এরইমধ্যে জনশূন্য হয়ে পড়েছে পর্যটক প্রিয় দ্বীপটির রাস্তাঘাট। আরও কয়েক সপ্তাহ ছোট ছোট ভূমিকম্প বা আফটার শক চলতে পারে, এমন আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।