কিওয়ার্ড থেকে অনলাইন স্টোর তৈরির এআই টুল এনেছে শপিফাই
কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই-কমার্স প্রতিষ্ঠান শপিফাই কিওয়ার্ড থেকে অনলাইন স্টোর তৈরির এআই টুল এনেছে। ‘এআই স্টোর বিল্ডার’ নামের এ টুল কিওয়ার্ডের ওপর ভিত্তি করে ছবি এবং টেক্সট সহ তিনটি স্টোর লেআউট তৈরি করে, যা বিক্রেতাদের তাদের স্টোর ওয়েবসাইট ডিজাইন করার জন্য সময় ও খরচ দুটোই কমাতে সাহায্য করে।