শতবছর পর সবচেয়ে বেশি তুষারপাত দক্ষিণ কোরিয়া ও চীনে
শতবছর পর এ বছরের নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত দেখলো দক্ষিণ কোরিয়া। রেকর্ড তুষারপাত যেমন পান্ডা ও দর্শনার্থীদের আনন্দের খোরাক, তেমনি আছে দুর্ভোগের গল্পও। দুর্ঘটনা এড়াতে স্থগিত করা হয়েছে শতশত বিমান ও যান চলাচল। প্রতিঘণ্টায় পাঁচ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। একই হাল পূর্ব এশিয়ার আরেক দেশ চীনেও।